বগুড়ার শিবগঞ্জ উপজেলার (ঢাকা-রংপুর) মহাসড়কের মহাস্থানে একটি বালুবাহী ট্রাক উল্টে চালক ও সহকারী আহতের ঘটনা ঘটেছে৷
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার (১৮এপ্রিল) ভোর রাতে উত্তরবঙ্গের নীলফামারী থেকে একটি বালুবাহী ট্রাক ঢাকা যাওয়ার পথে মহাস্থান অতিক্রম করার সময় মাঝিপাড়া নামক স্থানে ট্রাকটি খাদে পড়ে উল্টে যায়। এসময় স্থানীয় দ্রুত এগিয়ে এসে চালক ও সহকারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আহতরা হলেন, চালক হাসান আলী (২৮) ও সহকারী রাসেল মিয়া (২৫)। এলাকাবাসী জনায়, চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে এই দূর্ঘটনা ঘটতে পারে।