English

25 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
- Advertisement -

মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত, আহত ১

- Advertisements -

নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার রাণীপুকুর এলাকার ফয়েজ উদ্দিন কোল্ড স্টোরের উত্তর দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বামী-স্ত্রী হলেন- জেলার মান্দা উপজেলার কুলিহার গ্রামের শিমুল হোসেন ও তার স্ত্রী জিনিয়া আক্তার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে মান্দা উপজেলার কুলিহার থেকে প্রাইভেটকারে চড়ে নওগাঁয় আসছিলেন ওই স্বামী-স্ত্রী। পথে ঘটনাস্থলে আসলে একটি মাটিবাহী ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যান তারা। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয় এবং গাড়িচালক গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন ও আহত ড্রাইভারকে হাসপাতালে ভর্তি করেন। পরে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন