ময়মনসিংহে ‘মহুয়া’ ট্রেনের নিচে কাটা পড়ে মো. আব্দুল করিম (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবারে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে নগরীর কৃষ্টপুর মসজিদ সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল কদ্দুছ।
তিনি বলেন, নিহতের বসতঘর রেললাইনের পাশেই। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। দুপুরে তিনি ঘর থেকে বের হয়ে ‘মহুয়া’ ট্রেনে কাটা পড়ে মারা যান।
তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।