তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ বগুড়া থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাক বড়লেখা পৌর শহরের উত্তর চৌমুহনীতে আজ ভোর সাড়ে ৫ টায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলে চালকসহ ৪ জন আহত হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে যান নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, পৃষ্টপোষক শরফ উদ্দিন ও আলী হোসেনসহ স্থানীয় জনসাধারণকে নিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেন নিসচা নেতৃবৃন্দ।
এ জনহিতকর কার্যক্রমের প্রতি নিসচা বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দদের ভূয়সী প্রশংসা করেন স্থানীয় জনসাধারণ।