English

25 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাম্বুলেন্স ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত

- Advertisements -

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অ্যাম্বুলেন্স ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জাহিদ হাসান (২৫) ও অপু মিয়া (১৭) নামে দুজন নিহত হয়েছেন। বুধবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার কালিয়ারা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার স্যানাল।

নিহত জাহিদ উপজেলার কুটি ইউনিয়নের জাজিয়ারা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তার কিছুদিনের মধ্যেই প্রবাসে যাওয়ার কথা ছিল। তবে অপু মিয়ার পরিচয় শনাক্ত করা যায়নি।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর দুজন। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল এলাকার অটোরিকশাচালক সাইফুল ইসলাম (৪০) ও পার্শ্ববর্তী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দইখলা গ্রামের রুহুল আমিনের স্ত্রী তসলিমা বেগম।

দুর্ঘটনায় জাহিদ ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় কুটি-চৌমুহনী দমকল বাহিনীর লোকজন ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আহত তিন জনের মধ্যে অপুকে কুমিল্লা মেডিক্যালে নেওয়ার পথেই মারা যায়।

ওসি আশিষ কুমার স্যানাল জানান, বুধবার বেলা সোয়া ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতেই ঘটনাস্থলে একজন এবং কুমিল্লা মেডিক্যালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে নিয়মিত মামলার প্রস্ততি চলছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন