English

20 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
- Advertisement -

বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মটর সাইকেল আরোহী নিহত, আহত ১

- Advertisements -

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোঃ তৈয়বুর রহমান (৩৪)নামে এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোঃ মোকলেছ (৩২) নামে অপর এক আরোহী।

নিহত মোঃ তৈয়বুর রহমান উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের তরৎবাড়ী গ্রামের আলী মিয়ার ছেলে এবং আহত মোঃ মোকলেছ একই উপজেলার সাতোর ইউনিয়নের শালবন খাটিয়াদিঘী গ্রামের তজম আলীর ছেলে।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার সাতোর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের পচিশ মাইল বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মোঃ আতিকুর রহমান জানান, শুক্রবার সকালে বাড়ী হতে মটর সাইকেল যোগে পচিশ মাইল বাজারে যাচ্ছিল মোঃ তৈয়বুর রহমান এবং মোঃ মোকলেছ। এ সময় একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

সংবাদ পেয়ে বীরগঞ্জ ফায়ার ষ্টেশনের সদস্যরা গুরুত্বর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাদের দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় মোঃ তৈয়বুর রহমান মারা যান।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ তানভীর তালুকদার জানান, দুর্ঘটনায় শরীরের বিভিন্ন অংশ প্রচন্ড আঘাত ভেঙ্গে গেছে। মাথায় আঘাতের কারণে অতিরিক্ত রক্ত ক্ষরণ হয়েছে। এ সব কারণে দুজনেরই অবস্থা আশংকা জনক। উন্নত চিকিৎসার জন্য আমরা তাদের দুজনকে রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছি।

বীরগঞ্জ থানার ওয়ারলেস অপারেটর মোঃ ওয়াজেদ আলী বলেন, মোঃ তৈয়বুর রহমানের মৃত্যু বিষয়টি নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল হতে বীরগঞ্জ থানাকে একটি তারবার্তা প্রেরণ করেছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন