English

23 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
- Advertisement -

বাসচাপায় জামায়াত নেতা স্কুলশিক্ষক নিহত

- Advertisements -

ঝালকাঠির নলছিটিতে বাসচাপায় মো. ইউনুস বিশ্বাস (৫৯) নামের এক জামায়াত নেতা নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের উপজেলার দপদপিয়া সমঝদার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুস বিশ্বাস বাউফল উপজেলা জামায়াতের নেতা এবং বরিশাল শহরের পলাশপুরের দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক ছিলেন।

তিনি বাউফল উপজেলার বটকাজল গ্রামের মৃত নবী আলী বিশ্বাসের ছেলে।

জানা গেছে, ইউনুস বিশ্বাস তার মোটরসাইকেলে বরিশাল যাচ্ছিলেন। এ সময়  অন্তরা পরিবহণ নামের বরিশালগামী একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা ইউনুসকে উদ্ধার করে বরিশাল শেরে -ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ বাসটিকে আটক করেছে।

নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটিকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন