English

19 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

বদলির পরের দিন সড়কে প্রাণ হারালেন পুলিশ সদস্য

- Advertisements -

রবিউল হক। ২৭ বছরের এই তরুণের বাড়ি চট্টগ্রামের ভূজপুরে। হাইওয়ে পুলিশের কনস্টেবল হিসেবে দায়িত্বে ছিলেন সুনামগঞ্জের জয়কলস থানায়। গতকাল মঙ্গলবার বদলি হয়ে তিনি চলে আসেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায়।

আজ বুধবার ভোরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে চেকপোস্টে দায়িত্বে ছিলেন রবিউল। এ সময় ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ভারতীয় চিনি বোঝাই একটি ট্রাক যাচ্ছিল। তিনি ট্রাকটি থামানোর সংকেত দেন। কিন্তু ট্রাকটি না থেকে চলতে ধরলে চাপা পড়েন রবিউল। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন ট্রাকচালক কামাল এবং তার দুই সহযোগী রমজান ও মনিরুল ইসলাম।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, ভারতীয় চিনি ভর্তি ট্রাক আটকের সময় পুলিশ কনস্টেবলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় ট্রাক জব্দ করা হয়েছে এবং তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন