বগুড়ার সদরের গোকুলে মোটরসাইকেল দুর্ঘটনায় ১ এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মশিউর রহমান (২৮)। সে দিনাজপুর এলাকার বাসিন্দা। আজ রবিবার সকালে গোকুল ইউনিয়ন পরিষদের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মশিউর রহমান, ঈদের ছুটি কাটিয়ে নিজ জেলা থেকে তার কর্মস্থল সিরাজগঞ্জ যাওয়ার পথে ঢাকা- রংপুর মহাসড়কে গোকুল ইউনিয়ন পরিষদের সন্নিকটে এই দুর্ঘটনা কবলিত হয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। উল্লেখ্য স্থানে চলতি মাসের ১৩ জুলাই একইভাবে বেসরকারি এনজিও কর্মকর্তা রিপন নামের এক কলেজ ছাত্র মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।
এছাড়াও গত কয়েক বছর পূর্বে একই স্থানে মোটরসাইকেল দূর্ঘটনায় আরও এক জনের মৃত্যু হয়েছে।। গোকুল ইউপির পাশে মহাসড়কে বর্তমান স্থানটি মারাত্মক ভাবে ঝুঁকিপূর্ণ বলে সচেতন এলাকাবাসী জানিয়েছেন।