বগুড়া শহরের নারুলী এলাকায় ব্যস্ততম চার রাস্তা মোড়ে (নারুলী স্কুলের পিছনে) আজ সোমবার সকাল ৭টায় বোনারপাড়া গামী ট্রেনের সঙ্গে একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি বালু নামিয়ে রেল ক্রসিং পার হচ্ছিল।
যার নম্বর বগুড়া ড ১১-১০১৩। এলাকাবাসী জানায় ট্রেনটি বেশ কয়েকবার হুইসিল দিলেও ট্রাকের চালক তা শুনতে না পেয়ে রেল লাইনের উপর উঠে যায়। আর এতে সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রাক ড্রাইভার লাফিয়ে প্রাণ রক্ষা করেন। পরে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (RNB)’ র সদস্যরা রেকারের মাধ্যমে দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে সরিয়ে নেয়।
২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ রোস্তম আলী জানান এর আগেও এই রেল ক্রসিং এ দুর্ঘটনা ঘটেছে। এই ব্যস্ততম এলাকায় রেল ক্রসিং এ একটি স্থায়ী রেল ঘুমটি বসিয়ে গেটম্যানের মাধ্যমে যানবাহন পারাপার করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব। এটা এলাকাবাসী বাসীর দীর্ঘ দিনের দাবি।