মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের নয়মাইলের রাজিত পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক শাজাহানপুরের শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা নাদির হোসেন বলেন, রাজ্জাক তার সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস উঠানোর জন্য মাঝিড়ার দিকে যাচ্ছিলেন। নয়মাইল রাজিত পাম্পের সামনে পৌঁছালে ঢাকাগামী একটি অজ্ঞাত বাস তার অটোরিকশায় চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাজ্জাক নিহত হন।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাত ওই বাস অটোরিকশায় চাপা দিয়ে পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে রাজ্জাকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।