ফরিদপুর শহরের কমলাপুর এলাকার মাটিয়া কবরস্থান সংলগ্ন রেল লাইনে মধুমতী এ´প্রেস টেনে কাটা পড়ে আব্দুল খালেক শেখ নামে এক বৃদ্ধ (৮৫) নিহত হয়েছে। খালেক শেখ ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থায় চাকরি করতেন।
স্থানীয়সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের খাবার খেয়ে বাড়ির পাশের রেললাইন সংলগ্ন চায়ের দোকানে চা পান করতে যান খালেক। তিনি কানে কম শুনতেন। চা পান করে রেললাইন ধরে বাড়ি ফেরার পথে খালেক ভাঙ্গা থেকে রাজশাহীগামী মধুমতী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ফরিদপুর রেলস্টেশন মাস্টার তকদীর হোসেন জানান, খবর পেয়ে রাজবাড়ী থেকে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে খালেকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।