সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। আজ সোমবার (৬ সেপ্টেম্বর) ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সদর উপজেলার সয়দাবাদ ও মুলিবাড়ী এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদ আলী বলেন, জয়পুরহাট থেকে ছেড়ে আসা একটি ট্রাক সকালে মুলিবাড়ী এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর উঠে পড়ে। এতে ট্রাকটি উল্টে গেলে এর চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হন।
এর আগে সয়দাবাদ এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে অন্তত ছয় যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করে। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।