পটুয়াখালীর বাউফল উপজেলায় মটরসাইকেলের ধাক্কায় মিনারা বেগম (৩৪) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ৮টায় কালাইয়া-বরিশাল মহাসড়কের বিলবিলাস বাজারের বড়ইতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। গৃহবধু মিনারা উপজেলার সদর ইউনিয়নের বড়ইতলা গ্রামের বজলুল কবিরাজের স্ত্রী।
নিহত গৃহবধু মিনারা বেগমের দেবর ফজলুল হক বলেন, আজ রবিবার সকাল ৮টার দিকে সড়ক পাড়াপাড়ের সময় পশ্চিম দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মটর সাইকেল ভাবি মিনারাকে ধাক্কা দেয়। মুহুর্তের মধ্যে অজ্ঞান হয়ে সড়কের উপড় পড়ে গেলে স্থানীয়দের সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে (মিনারা) মৃত ঘোষনা করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।