English

25 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

- Advertisements -

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে ১২ ঘন্টার ব্যবধানে ট্রাক চাপায় এক এসএসসি পরীক্ষার্থীসহ দুই বন্ধু নিহত হয়েছে। নিহতরা হল মো.ইব্রাহীম অপু (১৬) ও ফখরুল ইসলাম ফাহিম (১৬)। অপু চরকাঁকড়া ইউনিয়নের ফ্রান্স প্রবাসী বেলাল হোসেনর ছেলে। সে চলতি বছর স্থানীয় চরকাঁকড়া একাডেমী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। ফাহিম একই ওয়ার্ডের আবদুল আজিজ ঘাট মাঝি বাড়ির ওমর ফারুকের ছেলে এবং একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। এদিকে দুই বন্ধুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে আহত ফাহিমকে নোয়াখালী সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা অবস্থায় শনিবার সন্ধায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাতে তার বন্ধু মো. ইব্রাহীম অপুর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় মুছাপুর ইউনিয়নের থানারহাট বাজারের বাংলাবাজার টু পেশকারহাট সড়কে ।  চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের ৩নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. জামাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো জানান, শুক্রবার বিকেলের দিকে অপু তার বন্ধু ফাহিমসহ উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর ক্লোজারে ঘুরতে যায়। এরপর সন্ধ্যার দিকে মুছাপুর ক্লোজার থেকে বাড়ি ফেরার পথে থানারহাট বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই অপু মারা যায়।
জামাল মেম্বার বলেন, এ দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী ফাহিমকে প্রথমে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী সেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় সেখানে তার মৃত্যু হয়। দুই বন্ধুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার দুই জনের মৃত্যুর বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন