নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (৩৪) নামে এক কোর্ট পুলিশ সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সাইফুল অন্য একজনকে পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ পর্যন্ত এগিয়ে দেয়। পরে নেত্রকোনা ফেরার সময় বাগড়া এলাকায় পৌঁছতেই সামনে একটি ছাগল চলে আসায় সেটিকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষে ছিটকে নিচে পড়ে যান।
এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নেত্রকোনা মডেল থানার ওসি তাজুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, ৮১৪ নং কনস্টেবলের মৃতদেহ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। নিহত সাইফুলের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরিপুর থানায়।