নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। তারা মোটরসাইকেল আরোহী ছিলেন। ঘটনাটি মঙ্গলবার বিকালে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের স্লুইচ গেট এলাকায়। মৃতরা হলেন রিংকু (২১) দীপ্ত (২১) প্রসেসজিত (২২)।
আরোহী দলের প্রতাপ রায় বলেন, আমাদের বাড়ি সৈয়দপুর উপজেলার লক্ষণপুর মুন্সিপাড়ায়। আমরা তিনটি মোটরসাইকেলে চড়ে সাতজন তিস্তা ব্যারাজ ঘুরতে যাচ্ছিলাম। তারা একটি মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন।
যাবার পথে স্লুইচ গেট নামক এলাকায় তারা পিছলে পরে রক্তাক্ত হয়। ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলে। তাদেরকে দ্রুত জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু তৈয়ব বলেন, সড়ক দুর্ঘটনাকবলিতদের চিকিৎসা দেবার সুযোগ পাইনি। আমরা তাদেরকে মৃত অবস্থায় পেয়েছি।
জলঢাকা থানা পরিদর্শক (তদন্ত) ফজলুর রহমান জানান, তারা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলেই মারা যায়।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন