English

33 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫
- Advertisement -

নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে নোবিপ্রবির বাস

- Advertisements -

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষার্থীদের বহনকারী নয়নতারা নামে বিআরটিসির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে বাসটিতে থাকা পাঁচ-ছয়জন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থী ভীত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। আজ রবিবার সকালে বিশ্ববিদ্যালয় অভিমুখে আসার পথে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, মাইজদী থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী নিয়ে বিআরটিসির বাসাটি সকালে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে সোনাপুর এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের অর্ধেক অংশ রাস্তার বাইরে চলে যায়। অল্পের জন্য সেটি পানিতে পড়ে যায়নি।

গাড়িতে থাকা নোবিপ্রবি ছাত্র শহীদুর রহমান বলেন, ‘আমাদের নিয়ে গাড়িটি মুহূর্তে রাস্তার বাইরের দিকে কাত হয়ে যায়। তবে অল্পের জন্য আমরা সবাই প্রাণে বেঁচে যাই।’

নোবিপ্রবি প্রক্টর অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, ‘বিষয়টি দুঃখজনক এবং ঝুঁকিপূর্ণ। আল্লাহর কাছে শুকরিয়া আমাদের শিক্ষার্থীরা বেঁচে ফিরেছেন। আমরা লোক পাঠিয়েছি, সার্বিক দিক বিবেচনা করে পরবর্তী ব্যবস্থা নেব।’

নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ‘এখানে ড্রাইভারের ভুল ছিল। অন্য গাড়িকে সাইড দিতে গিয়ে বাসটি রাস্তার বাইরে নামিয়ে দিয়েছে। ড্রাইভারকে শোকজ করা হবে। পরবর্তীতে অপরাধ প্রমাণিত হলে তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘বিষয়টি পর্যালোচনা করে দ্রুত ব্যবস্থা নেব। এ ছাড়া রাস্তাটি সংস্কার করতে কর্তৃপক্ষকে অবহিত করবো।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন