ফরিদপুরের বোয়ালমারীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক দোকানে ঢুকে পড়ে। এতে দুই পথচারী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের মুজুরদিয়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মাজকান্দি-ভাটিয়াপড়া আঞ্চলিক সড়কের মুজুরদিয়া বাজারে বোয়ালমারীগামী একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের মধ্যে ঢুকে পড়ে। এতে বাজারের ইলিয়াস হোসেন, মিজানুর রহমানের মুদি দোকান ও সোহাগ হোসেনের ফলের দোকান এবং মুজুরদিয়া বাজার জামে মসজিদ ক্ষতিগ্রস্ত হয়।
এ সময় মুজুরদিয়া গ্রামের ভবেন মণ্ডল ও ইসলামপুর গ্রামের মুন্নাফ শেখ নামক দুই পথচারী গুরুতর আহত হন। তাদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বোয়ালমারী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়।
এ ব্যাপারে বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালানো হচ্ছে।
তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি অপসারণের জন্য ফরিদপুর থেকে রেকার আনা হয়েছে। উদ্ধারকাজ চালানো হচ্ছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা পরবর্তীতে জানানো যাবে।
এ বিষয়ে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ জানান, ভোরের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।