দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইতি বেগম (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। দুই জন আহত হয়েছেন। আজ বুধবার বিকেলে গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিশু হরিপুর গরীবপাড়ার মো. বিল্লাল এর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে অটোযোগে এক নারী কয়েকজন শিশু নিয়ে হরিপুর বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় একটি ট্রাক্টর ছাগলকে বাঁচাতে গিয়ে ড্রাইভার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অটোকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ওই শিশুটি মারা যায়। ট্রাক্টরটি সড়কের পাশে জমিতে পড়ে যায়। আহত দুই জনকে স্থানীয়রা উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘শিশুটির মৃত দেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শিশুটির লাশ তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। গাড়ীটির ড্রাইভার পলাতক আছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।