ঢাকার কেরানীগঞ্জের কদমতলী মোড় এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিয়াম আহমেদ (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সিয়ামের বন্ধু আবির হোসেন বলেন, আমার বন্ধু সিয়াম মোটরসাইকেলে দ্রুত গতিতে যাওয়ার সময় কদমতলীর মোড় ব্রিজে ধাক্কা খায়। এতে সে গুরুতর আহত হয়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এল চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।