English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

দৌড়ে রাস্তা পার হতেই অটোভ্যানের নিচে শিশু

- Advertisements -

সিরাজগঞ্জের কাজিপুরে অটোভ্যানচাপায় জান্নাতি খাতুন (৮) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত ওই শিশু উপজেলার স্থলবাড়ি গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। গতকাল মঙ্গলবার (৫অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার স্থলবাড়ি গ্রামের ইউপি সদস্য রফিকুল ইসলামের বাড়ির পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাতি নানির হাত ধরে হাঁটছিল। হঠাৎ হাত ছেড়ে রাস্তার অপরপাশে যাবার জন্য দৌড় দেয় ওই শিশু। এ সময় একই গ্রামের ভ্যানচালক আসাদুল ইসলামের অটোভ্যানের নিচে পড়ে শিশুটি মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরে স্বজনরা চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্দেশে রওনা হন। পথেই সে মারা যায়। রাত সাড়ে ৮টায় নিহত জান্নাতির লাশ বাড়িতে নিয়ে এলে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। আজ (৬ অক্টোবর) সকালে জান্নাতির লাশ দাফন করা হয়েছে।

ওই গ্রামের ইউপি সদস্য রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, দুটো পরিবারই একেবারে হতদরিদ্র। নিজেরা সহযোগিতা করে লাশের সৎকার করা হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন