দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন। বুধবার সকালে পার্বতীপুর-ফুলবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পার্বতীপুর পৌর শহরের ধুপীপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে আশরাফুল ইসলাম (২৭) ও একই এলাকার মৃত সুলতানের ছেলে আবুল কালাম (৫৫)।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দীনেশ চন্দ্র বর্মণ বলেন, মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রস্তুত করা হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘাতক ট্রাকটি জব্দসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।