আলমগীর হোসেন, দাউদকান্দি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায়
মোঃ জাহাঙ্গীর (৪০) নামের এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছে। জানে আলম (৫০) নামের অপর একজন গুরুতর আহত হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, সোমবার রাত আনুমানিক ৮ টায় মহাসড়কের দাউদকান্দি উপজেলার শহীদনগরে কুমিল্লাগামী একটি মোটরসাইকেল দূর্ঘটনায় চালক নিহত এবং তার সাথে থাকা অপর একজন গুরুতর আহত হয়। ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন এবং প্রাথমিক চিকিৎসা শেষে অপর একজনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করেন।
ধারণা করা হচ্ছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে এ দূর্ঘটনার শিকার হয়।
নিহত মোঃ জাহাঙ্গীর কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার শীবলকপুর গ্রামের সোবহান মৌলুভির ছেলে এবং সদর দক্ষিণ থানার বিপরিতে মল্লিকা পাম্প সংলগ্ন জান্নাতুল টিম্বার এন্ড কোং এর মালিক।
লাশ দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ হেফাজতে রয়েছে।