আলমগীর হোসেন, দাউদকান্দি: ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জে প্রাইভেটকার ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে ৭জন আহত হয়েছে।
সোমবার বিকাল ৪ টায় মহাসড়কের দাউদকান্দির দৌলতপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
আহত সুমন (৪০) এবং ইয়াসিন(১৮) কে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নেয়া হয়েছে। আর গুরুতর আহত এক নারীসহ তিনজনকে ঢাকা ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিক্সা ইলিয়টগঞ্জ বাজার থেকে মহাসড়ক দিয়ে যাচ্ছিল। দৌলতপুর স্ট্যান্ডের কাছে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি পিছনে ধাক্কা দিয়ে দাড়িয়ে থাকা আরো ৪ টি ব্যাটারীচালিত অটোরিক্সাসহ সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে সিএনজি ও অটোরিক্সার চালক যাত্রীসহ ৭জন আহত হয়। দুর্ঘটনায় সিএনজি ও ব্যাটারীচালিত অটোরিক্সাগুলো দুমড়েমুচড়ে যায়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ জানান, একটি প্রাইভেটকা নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা সিএনজি এবং দাড়িয়ে থাকা কয়েকটি ব্যাটারীচালিত অটোরিক্সাকে ধাক্কা দিয়ে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় সিএনজিতে থাকা যাত্রী ও অটোরিক্সার চালকসহ ৬-৭জন আহত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।