শেরপুরের নকলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় দুই ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ মার্চ) দিনগত রাত ১২টার দিকে উপজেলার নকলা-চন্দ্রকোনা সড়কের কায়দা পাগলী মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার মোছারচড় এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রাব্বি (২০) ও ফারুক হোসেনের ছেলে ওয়াসীম (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে করাত কল থেকে লাকড়ি ওঠানোর সময় বিপরীত থেকে দ্রুতবেগে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় রাব্বি ঘটনাস্থলে নিহত হন। ওয়াসিমকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বুধবার সকালে সেখানে তিনি মারা যান। দুজন ছাত্রলীগের কর্মী ছিলেন বলে জানা গেছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, রাব্বি ঘটনাস্থলে ও ওয়াসিম হাসপাতালে মারা যান। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।