বান্দরবানের থানচি-আলীকদম সড়কে সেনা বাহিনীর একটি গাড়ি উল্টে গিয়ে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনয় আহত হয়েছেন আরো তিনজন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা সদর থেকে ১০৫ কিলোমিটার দূরে হেডম্যান পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
থানচি থানার ওসি সুদীপ রায় দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করে জানান, নিহত সেনা সদস্যের নাম কর্পোরাল শিমুল।
আহতরা সবাই বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন ব্যাটেলিয়ন (ইসিবি)-এ কর্মরত। স্থানীয় সূত্র জানায়, থানচি-আলীকদম সড়ক পথে আসার সময় হেডম্যান পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এতে কর্পোরাল শিমুল ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে থানচি থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ সদস্যরা এসে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে।
পুলিশ জানায়, আহতদের প্রথমে থানচি উপজেলা কমপ্লেক্সে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজারের রামু সেনানিবাসের সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।