রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় ট্রেনের ধাক্কায় শিউলি চৌধুরী নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শিউলী চৌধুরীর গ্রামের বাড়ি মানিকগঞ্জ। তার স্বামীর নাম ইসহাক চৌধুরী। তিনি উত্তরা এলাকায় থাকতেন। ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হেদায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সকালে উত্তরার আজমপুর রেলক্রসিংয়ের দক্ষিণ পাশ রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় ওই নারী ঘটনাস্থলেই মারা যান।
এএসআই হেদায়েত হোসেন আরও জানান, ঘটনাস্থলে একটি ভ্যানিটি ব্যাগ পাওয়া গেছে। ওই ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় জানা যায়। তার ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন