পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই দাদি রহিমা খাতুন ও পরে হাসপাতালে তার দেড় বছরের নাতনি রাফিয়া আক্তারের মৃত্যু হয়। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের দৌলতপুর এলাকায় ময়দানদীঘি-বাগানবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের ময়দানদীঘি-বাগানবাড়ি সড়কের পাশে খড়ি সংগ্রহ করছিলেন। তার আশপাশেই ঘোরাফেরা করছিল নাতনি রাফিয়া।
হঠাৎ বেপরোয়া গতিতে একটি ট্রাক্টর চলে আসে রাফিয়ার সামনে। তাকে সরাতে গিয়ে রহিমা পড়ে যান ট্রাক্টরের চাকার নিচে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় রাফিয়াকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থার আরো অবনতি হলে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
বোদা থানার উপপরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, ঘটনার পরপরই ট্রাক্টরের চালক পলাশ চন্দ্র রায়কে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়েছে। নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।