দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের দিনাজপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী এক নারী ও তার মেয়ে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে দিনাজপুর সদর উপজেলার বটতলী এলাকার এ দুর্ঘটনায় অটোরিকশা চালক আহত হয়েছেন।
নিহতরা হলেন, দিনাজপুর সদর উপজেলার চাঁদগঞ্জ গ্রামের রেজাউল করিমের স্ত্রী শিল্পী আক্তার (৩৪) ও তার শিশু কন্যা সোহামনি (৪)।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, দিনাজপুর শহরগামী একটি আটোরিকশাকে বিপরীতমুখী একটি ট্রাক ধাক্কা দিলে আরোহী মা ও মেয়ে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় আটোরিকশার চালক তারিকুল ইসলামকে (৪৫) উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
তিনি জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে।