English

19.8 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
- Advertisement -

ট্রাকের ধাক্কায় গুরুতর আহত ক্রিকেট দলের সমর্থক টাইগার মিলন

- Advertisements -

বাংলাদেশ ক্রিকেট মানেই টাইগার মিলন। গ্যালারিতে ডোরাকাটা বাঘ মানেই টাইগার মিলন। সেই টাইগার মিলন হাসপাতালের বেডে শুয়ে আছেন। ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক মিলন।

তিনি টাইগার মিলন হিসেবেই পরিচিত। গত ১৩ মার্চ এই দুর্ঘটনার শিকার হয়ে এখন তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়ে আছেন। বিষয়টি জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বিষয়টি ফেসবুকে জানিয়ে পলক লিখেছেন, ‘আমাদের সকলের অতি পরিচিত মুখ টাইগার মিলন।  দেশে কিংবা বিদেশে যেখানেই বাংলাদেশ দলের খেলা হোক বাংলাদেশের পতাকা এবং টাইগার বুকে এঁকে জাতীয় দলের খেলোয়াড় এবং দর্শকদের উৎসাহ দেন তিনি। ‘
দুর্ঘটনার বিবরণ দিয়ে তিনি লিখেছেন, চলতি মাসের ১৩ তারিখ রাতে বনশ্রী এলাকায় একটি ট্রাকের সাথে মোটরসাইকেল দুর্ঘটনায় তার দুটি পা গুরুতর জখম হয়। বর্তমানে তিনি ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের তৃতীয় তলা বি ওয়ার্ডের ৪৩ নম্বর বেডে চিকিৎসাধীন।

মিলনের খোঁজখবর রাখছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেছেন,  ‘তার অসুস্থতার খবরটি পেয়ে ২৭ তারিখ সন্ধ্যায় আমি আমার একান্ত সহকারী সচিব রণজিৎ কুমার, ব্যক্তিগত কর্মকর্তা একরামুল হক এবং ব্যক্তিগত সহকারী আনোয়ার হোসেনকে পাঠিয়েছিলাম। তার সার্বিক খোঁজখবর নিয়েছি এবং তার উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছি। সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। সবার কাছে তার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করছি। ‘

কৃতজ্ঞতা প্রকাশ করে হাসপাতালে চিকিৎসাধীন টাইগার মিলন বলেন, ‘প্রতিমন্ত্রী মহোদয়কে আমিই অসুস্থতার বিষয়টি জানিয়েছিলাম। তিনি আমার চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। আমি তার প্রতি চিরকৃতজ্ঞ। ‘

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন