মাদারীপুরে ট্রলির চাপায় বীর মুক্তিযোদ্ধা মুন্সি রেজাউল করিম (৭০) নিহত হয়েছেন। বুধবার দুপুরে মাদারীপুর থেকে মোটরসাইকেল চালিয়ে আসার সময় ইটেরপুল-পাথরিয়ারপাড় সড়কের সানমুন্দি নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত রেজাউল করিম পূয়ালী মাদারীপুর গ্রামের বাসিন্দা। তিনি কর্ম জীবনে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে মাদারীপুর থেকে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। এসময় ইটেরপুল-পাথরিয়ারপাড় সড়কের সানমুন্দি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রলি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রেজাউল করিম নিহত হন। ঘটনার সাথে সাথে ট্রলি চালক ট্রলি ফেলে পালিয়ে যান।
খবর পেয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান ঘটনাস্থলে আসেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। মোটরসাইকেল ও ঘাতক ট্রলি জব্দ করা হয়েছে।