টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এতে সিএনজিতে থাকা আরও দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২৬ মার্চ ) বিকেলে বঙ্গবন্ধু সেতুপূর্ব-জামালপুর রেললাইনের উপজেলার বিল আমুলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালক জাহিদুল ইসলাম (২৮) উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ি গ্রামের আবজালের ছেলে।
আহতরা হলেন, উপজেলার কাগমারীপাড়া গ্রামের শামছুর ছেলে বাদশা (৩৫) ও ধুবলিয়া গ্রামের রহিজ উদ্দিনের ছেলে রবিউল আলম (৩৫)।
স্থানীয়রা জানান, সিএনজিযোগে তারা ভূঞাপুর থেকে বঙ্গবন্ধু সেতুতে যাচ্ছিলেন। সিএনজিটি বঙ্গবন্ধু সেতুপূর্ব-জামালপুর রেললাইনের উপজেলার বিল আমুলা এলাকা অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় জামালপুর থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতুগামী লোকাল ট্রেন এটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে খাদে পড়ে যায়। এ সময় সিএনজির চালক ঘটনাস্থলেই নিহত হন।
গুরুতর আহত হন দুই যাত্রী। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য দায়িত্বরত চিকিৎসক তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম জানান, ট্রেন দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছে বলে সংবাদ পেয়েছি। নিহত ব্যক্তি সিএনজি চালক কিনা সেটি নিশ্চিত না। বিষয়টি রেলওয়ে পুলিশের হওয়ায় তাদের খবর দেওয়া হয়েছে।