টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপের চাপায় শামসুল আলম তালুকদার (৭১) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুল আলম তালুকদার উপজেলার চেচুয়া পূর্বপাড়া এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ কামাল হোসেন জানান, মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড ওভারব্রিজের নিচ দিয়ে ওই বৃদ্ধ রাস্তা পাড় হচ্ছিলেন। এ সময় উত্তরবঙ্গগামী একটি পিকআপ তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ পিকআপটি আটক করলেও এর চালক পালিয়ে যায়। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।