টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের ওপর উঠে পড়ে একটি বাস। এতে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৪০ জন।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব ওজন স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের সহকারী সিকিউরিটি অ্যান্ড সেফটি ম্যানেজার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের সহকারী সিকিউরিটি অ্যান্ড সেফটি ম্যানেজার মো: রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুরে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পরই ব্রেক ফেল করে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী লেন থেকে উত্তরবঙ্গগামী লেনে উল্টে গিয়ে একটি মাইক্রোবাসের ওপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছেন। এখনো উদ্ধার কার্যক্রম চলছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।