ঝিনাইদহ পূর্বাশা পরিবহন নামে যাত্রীবাহী বাসের ধাক্কায় টগর মন্ডল (২৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) রাত ১০ টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের জেল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত টগর মন্ডল সদর উপজেলার নাথকুন্ডু গ্রামের শরিফুল ইসলামের ছেলে। সে শহরের ডাকবাংলা বাজারের কসমেটিক্স ব্যবসায়ী।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টগর মন্ডল বুধবার রাত দশটার দিকে ঝিনাইদহ থেকে ডাকবাংলা ফিরছিল। পথিমধ্যে জেলগেট নামক স্থানে পূর্বাশা পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। গুরুত্বর আহত অবস্থায় টগর মন্ডলকে ফরিদপুর মেডিকেল হসপিটালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন