ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের সদর উপজেলায় বাড়ি ফেরার পথে পিকআপের ধাক্কায় শিরি খাতুন (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার পোড়াহাটি ইউনিয়নের পাঁচমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিরি খাতুন পোড়াহাটি গ্রামের মৃত মহি বিশ্বাসের স্ত্রী।
এ বিষয়ে আরাপপুর হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ জানান, সকালে বোনের বাড়ি গোয়ালপাড়া গ্রাম থেকে হেঁটে নিজ বাড়ির পোড়াহাটির দিকে যাচ্ছিলেন শিরি খাতুন। চলতি পথে ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি পিকআপ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জমিতে উল্টে থাকলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন।পিকআপটি জব্দ করা হয়েছে।
উপপরিদর্শক আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ওই বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।