English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

ঝিনাইদহে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত

- Advertisements -

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় ইসরাইল হোসেন (৭০) নামে এক ভূষিমাল ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার দুপুর ১১ টার দিকে উপজেলার নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি রামনগর গ্রামের মহিউদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুর ১১টার দিকে ১০ চাকার একটি ট্রাক ঝিনাইদহ থেকে যশোরের দিকে যাচ্ছিল। এ সময় কোন দিকে না তাকিয়ে নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ইসরাইল হোসেন।

দ্রুত গতিতে আসা ট্রাকটি তাকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হন তিনি। পরে, স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২ টার দিকে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই শাপলা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকের নম্বরটি কেউ জানাতে না পারায় আটক করা সম্ভব হয়নি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

ত্বকের যত্নে কমলার খোসা

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন