জামালপুরের সরিষাবাড়ীতে আজ বুধবার সকালে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন। সকাল সাড়ে সাতটার দিকে বাউসী সেতুর দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মোটরসাইকেলের চালক সাইদুল ইসলাম (২০) ও আরোহী আকাশ মিয়া (১৮)। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের চাচা সাইদুল ইসলাম ও ভাতিজা আকাশ মিয়া সকালে মোটরসাইকেলে করে পৌর শহরের বাউসী যান। কাজ শেষে বাড়ি ফেরার পথে বাউসী সেতুর দক্ষিণ পাশে ঢাকাগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত চলে যায়।
বাসের চাকায় চাপা পড়ে মোটরসাইকেলে থাকা চাচা-ভাতিজা ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে সরিষাবাড়ী থানার পুলিশ ও উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কামরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনসুর আলী খান এই খবরের সত্যতা নিশ্চিত করেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।