চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা মারা গেছেন। বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বৃদ্ধা বুলু খাতুন (৭০) সদর উপজেলার দৌলাতদিয়াড় গ্রামের বাসিন্দা ছিলেন।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক ইজিবাইকচালক দৌলাতদিয়াড় গ্রামের দক্ষিণপাড়ায় তার ইজিবাইক চালু অবস্থায় রেখে পাশে কোথাও যান।
এসময় এলাকার কিছু ছোটছেলেমেয়ে ইজিবাইকে উঠে খেলা করছিল। হঠাৎ ইজিবাইক চলতে শুরু করে। ইজিবাইকটি রাস্তার পাশে চেয়ারে বসে থাকা বুলু খাতুনকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। শারীরিক অসুস্থতার কারণে ওই বৃদ্ধা চলাফেরা করতে পারতেন না। বেশিরভাগ সময় চেয়ারে বসে থাকতেন। এলাকার লোকজন আহত বৃদ্ধাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, হাসপাতালে পৌছার আগেই ওই বৃদ্ধা মারা যান।