চাঁদপুরের কচুয়ায় মোটরসাইকেল ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের ডুমুরিয়া নিলামপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী কামরুল ইসলাম সবুজ (২৪)। এছাড়া আরিফ হোসেন (২৫) ও ইব্রাহীম হোসেন (১৯) মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।
স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কামরুল ইসলাম সবুজকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরিফ ও ইব্রাহীমকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
নিহত কামরুল ইসলাম সবুজ মোহাম্মদ গ্রামের আব্দুল মোতালেব এর ছেলে ও আহত ইব্রাহীমের গ্রামের বাড়ি হাজীগঞ্জ উপজেলার পাতানিশ ও আরিফ হোসেন এর গ্রামের বাড়ি কুমিল্লার মুদাফ্ফরগঞ্জ এলাকায়।
সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালক আহত ইব্রাহীম হোসেন তার অপর দুই বন্ধু কামরুল ও আরিফকে নিয়ে তার নানার বাড়ি কচুয়া উপজেলার তুলাতলী গ্রামে এক জানাজা অনুষ্ঠানে যোগদান শেষে হাজীগঞ্জের উদ্দেশে রওয়ানা হয়। পথিমধ্যে নিলামপাড়া এলাকায় গৌরীপুরমুখী মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কামরুল ইসলাম সবুজ নিহত হয়।