English

19 C
Dhaka
সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
- Advertisement -

চকরিয়ায় কাভার্ডভ্যান চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

- Advertisements -

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর জিদ্দাবাজার এলাকায় কক্সবাজারগামী কাভার্ডভ্যানচাপায় আপন দুই ভাইসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, হারবাং ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের অলিপুর গ্রামের মোহাম্মদ বশিরের পুত্র আমজাদ হোসেন রিফাত (২২) ও একই ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের বাজার পাড়ার আব্দুল হাকিমের পুত্র তারেকুল ইসলাম নিলয় (২৩)। গুরুতর আহত অবস্থায় নিলয়ের ভাই তানজিলুর রহমানকে (১৯) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনিও মারা যান।
হারবাং ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল নোমান বলেন, নিহত তিনজনের মধ্যে একই পরিবারের দুই ভাই এবং একজন বন্ধু। আমজাদ হোসেন রিফাত ও তারেকুল ইসলাম নিলয় চট্টগ্রামে একই কলেজে পড়তেন। তানজিলুর রহমান কক্সবাজার সরকারি কলেজের ছাত্র।
এবিষয়ে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনিছুর রহমান জানান, এই দুর্ঘটনায় মোট তিনজন মারা গেছেন। পুলিশ কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করেছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন