গাজীপুরে মাইক্রোবাসের ধাক্কায় র্যাবের সার্জেন্টসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন চার জন। বুধবার (১২ মে) সকালে ঢাকা-ময়মনসিংহ সড়কের ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, র্যাব-৪ এর সার্জেন্ট খাইরুল ইসলাম এবং ভবানীপুর এলাকার মৃত আমীর আলীর ছেলে লিটন মিয়া ।
মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হাদিউল ইসলাম জানান, ভবানীপুর এলাকায় র্যাব সদস্যদের গাড়ি বিকল হয়। এক পর্যায়ে ওই গাড়িটি মহাসড়কের পাশে রেখেই মেরামত করা হচ্ছিলো। এসময় পেছন থেকে দ্রুতগতির একটি মাইক্রোবাস এসে দাঁড়িয়ে থাকা র্যাবের গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।