গাজীপুর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানযট সৃষ্টি হয়েছে। ৩০ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে ৩ ঘণ্টা। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
মঙ্গলবার (১৫ জুন) সকাল থেকে যানজট শুরু হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, মঙ্গলবার ভোররাত থেকে ভারী বৃষ্টি হয় এসব এলাকায়। এছাড়া ধৌউর ব্রিজ এলাকায় ১৪ চাকার একটি ট্রলি বিকল হয়ে যাওয়ায় যানজট সৃষ্টি হয়েছে। যার ফলে রাজধানীর এয়ারপোর্ট রোড, আবদুল্লাহপুর থেকে আশুলিয়া রোডেও যানজট লেগেছে।
ট্রাফিক পুলিশ ও এলাকাবাসী জানায়, মহাসড়কের চলমান কাজ ও বৃষ্টির কারণে প্রায় দিনই যানজটের সৃষ্টি হয়। এতে শিল্পনগরীর হাজার হাজার অফিসগামী মানুষ পড়েন চরম ভোগান্তিতে। আজ বৃষ্টির কারণে ভোগান্তি আরও বেড়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান জানায়, ‘বিআরটি প্রজেক্টের কাজ চলমান থাকায় এবং বৃষ্টিতে মহাসড়কের কোথাও কোথাও পানি নিষ্কাশন না হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে। এতে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন ওই মহাসড়ক ব্যবহারকারীরা। যানজট নিরসনে পুলিশ সদস্যরা কাজ করছেন।’