কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় প্রাণ গেল সাদিয়া নামে ছয় মাসের এক শিশুর। এতে আহত হন নিহত শিশুর মাসহ আরেকজন। নিহত সাদিয়া ওই উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের আবদুর রহমানের মেয়ে। মঙ্গলবার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের সাজঘর গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ব্যাটারি চালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলো সাদিয়ার মা। পথে চারিপাড়া থেকে সাজঘর গ্রামের গাজী মার্কেট এলাকায় অটোরিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাদিয়া নামের ছয় মাসের এক শিশু নিহত হয়। আহত হন আরো দুইজন।
ব্রাহ্মণপাড়া থানার এসআই হুমায়ুন কবির বলেন, পুলিশের একটি টিম শিশুটির মরদেহ উদ্ধার করেছে। চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। আমরা গাড়িটি থানায় নিয়ে আসি।