ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসের চাপায় জহির উদ্দিন বাবর নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় রাসেল নামে অপর আরোহী গুরুতর আহত হন। নিহত বাবর উপজেলার কাশিনগর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের মো. দেলোওয়ার হোসেনের ছেলে ও কুমিল্লা মডার্ন হসপিটালের মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (২ মার্চ) মহাসড়কের উপজেলার ঘোলপাশার জেএমআই ফার্মাসিটিকেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আসাদুজ্জামান। গুরুতর আহত রাসেলকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে দুই মোটরসাইকেল আরোহী চৌদ্দগ্রামের দিকে যাচ্ছিলেন। এসময় ফেনীগামী একটি পরিবহন বাস মোটরসাইকেলটিকে পিছন থেকে চাপা দিলে ২ আরোহী মহাসড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।