কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ির ধাক্কায় মো. বাবর মিয়া (২৮) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পৌর এলাকার দক্ষিণ ফালগুনকরা গ্রামের আবদুস সালামের ছেলে। এ ঘটনায় একই গ্রামের আবুল কালামের ছেলে শাকিল (২১) আহত হয়েছেন।
আজ শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফালগুনকরা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (অপারেশন) ত্রিনাথ সাহা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেল নিয়ে বাবর ও শাকিল বাড়ি থেকে চৌদ্দগ্রাম বাজার যাওয়ার উদ্দেশে রওনা হয়। ফালগুনকরা মাজার এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই বাববের মৃত্যু হয়। শাকিল গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শাকিলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন