রাজধানীর কুড়িল বিশ্বরোডে একটি বাসের ধাক্কায় উল্টে গেছে আরেকটি বাস। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না তা পুলিশ নিশ্চিত করতে পারেনি। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন আলম বলেন, প্রগতি সরণি-কুড়িল ফ্লাইওভারের বনানীগামী অংশের ঢালে আলী নূর পরিবহনের একটি বাসের সঙ্গে ভিক্টর ক্লাসিক পরিবহনের অন্য আরেকটি বাসের ধাক্কা লাগে। এতে উল্টে যায় ভিক্টর পরিবহনের বাসটি।