কিশোরগঞ্জে সিএনজি অটোরিকশায় আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তারা হলেন- পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া এলাকার নূরুল্লাহর স্ত্রী লতিফা (৩৮), তার মেয়ে লিমা আক্তার (১৯) ও লিমার নানি দিলোয়ারা (৬০)।
আজ রবিবার বেলা ১২টার দিকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ লিমা জানান, তার মা লতিফা প্যারালাইজড রোগী। চিকিৎসার জন্য তার মাকে নিয়ে সিএনজি অটোরিকশায় করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। হাসপাতালের সামনে পৌঁছলে হঠাৎ সিএনজি অটোরিকশাটিতে আগুন ধরে যায়। এতে চালকসহ অন্যরা নিরাপদে নেমে যেতে পারলেও তিনিসহ তিনজন দগ্ধ হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আগুনে তাদের সাথে থাকা ১১ হাজার টাকা, চেক বই ও তিনটি মোবাইল ফোন পুড়ে গেছে।
হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আব্দুস শাহীদ সুমন জানান, দগ্ধদের মধ্যে লতিফার শরীরের ১০ শতাংশ এবং লিমার শরীরের ৮ শতাংশ পুড়ে গেছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, সিএনজি অটোরিকশাটির চাকা ফুটো হয়ে আগুন লেগে যায়। এতে তিনজন দগ্ধ হন। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন