নরসিংদীর পলাশে ট্রেনের ধাক্কায় জয়া দাশ (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়া দাশ উপজেলার জিনারদী ইউনিয়নের ভালুকাপাড়া গ্রামের তপন দাশের মেয়ে। তিনি গাজীপুরের কালীগঞ্জে সেন্ট মেরি গার্লস কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনের রেললাইন ধরে হাঁটছিলেন জয়া দাশ। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন চলে এলেও কানে ইয়ারফোন থাকায় তা খেয়াল করেননি। পরে ট্রেনের ধাক্কায় রেললাইনে ছিটকে পড়েন জয়া। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি কানে ইয়ারফোন থাকায় তিনি ট্রেনের শব্দ শুনতে পারেননি। ফলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।